Tuesday, April 16

নতুন রুপে রাকিব মোসাব্বির

বিনোদন ডেস্ক।।

বাংলাদেশের জনপ্রিয় ও আলোচিত কয়েকজন সংগীত পরিচালক ও কন্ঠশিল্পীদের মধ্যে রাকিব মোসাব্বির একজন। তবে এবার নতুন রুপে হাজির হচ্ছেন তিনি। এবারের ২০১৮সালের বইমেলাতে রাকিব মোসাব্বিরের লেখা পূর্ণাঙ্গ বই প্রকাশিত হচ্ছে। “আলোকবর্তিকা” প্রকাশনীর ব্যানারে মুক্তি পাচ্ছে তার লেখা বই “ছোট গল্পের উপন্যাস”। বইটি “আলোকবর্তিকা” প্রকাশনী থেকে প্রকাশিত হলেও এবারের বইমেলায় তার বইটি পাওয়া যাবে “দোয়েল প্রকাশনী”র স্টলে। রাকিব মোসাব্বিরের লেখা “ছোট গল্পের উপন্যাস” বইটিতে মোট গল্প থাকছে ১১টি। ১১টি গল্পের মধ্যে বিভিন্ন ধাঁচের গল্প রয়েছে। বিশেষ করে রোমান্টিক, গোয়েন্দা ও জীবনমুখী গল্প রয়েছে। রাকিব জানান- তার বইয়ের সবগুলো লেখা কাল্পনিক হলেও, পড়লে মনে হবে যে তা আমাদের চারিপাশেরই পরিচিত ঘটনা। রাকিব আরও বলেন- আমার গানের শ্রোতারা যেমন আমার গান পছন্দ করেন। আশা করছি আমার লেখা বইও পাঠকদের মন ছুঁয়ে দিবে।
উল্লেখ্য, রাকিব মোসাব্বিরের এই পর্যন্ত পনে ৩০০ গান বাংলাদেশের অডিও বাজারে মুক্তি পেয়েছে। এছাড়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ও রুটস পর্যায়ের তার গানের রয়েছে অসংখ্য ভক্তশ্রোতা। রাকিব মোসাব্বির ১৯৮৮ সালে ভৈরবের সম্ভ্রান্ত হাজী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই ডানপিটে ও মেধাবী ছিলেন। রাকিব মোসাব্বির একাধারে একজন কন্ঠশিল্পী, সুরকার, গীতিকার, সংগীত পরিচালক, সাউন্ড ইঞ্জিনিয়ার, মিউজিশিয়ান, মডেল, ডিওপি, ভিএফএক্স মেকার, ভিজ্যুয়াল কালার ডিজাইনার, কলামিস্ট, লেখক, প্রযোজক ও নির্মাতা। এছাড়া তিনি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান “টোন ফেয়ার” ও ভিজুয়াল প্রডাকশন “আরএম এন্টারটেইনমেন্ট” এর কর্ণধার। এছাড়া তার মালিকানায় রয়েছে দুইটি অনলাইন পত্রিকা এবং বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকায় তিনি নিয়মিত সম্পাদকীয় কলাম লিখছেন।

Leave a Reply