Thursday, April 25

কান্তার নজরুল সঙ্গীতের একক অ্যালবাম ‘বন্ধু পথ চেয়ে চেয়ে’

স্বদেশ নিউজ২৪.কম: সময়ের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শারাবান তহুরা কান্তা’র নজরুল সঙ্গীতের প্রথম একক অ্যালবাম ‘বন্ধু পথ চেয়ে চেয়ে’ প্রকাশিত হয়েছে।গতকাল (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে লেজার ভিশনের আয়োজনে নজরুল সঙ্গীতের এই অ্যালবামের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান, নজরুল সঙ্গীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক, শহীদ কবির পলাশ, সঙ্গীতজ্ঞ লোকমান হাকিমসহ আরও অনেকে।এসময় আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, কণ্ঠশিল্পী সোহেল আহমেদসহ সাংস্কৃতিক জগতের বিশিষ্টজনরা। অনুষ্ঠানের শুরুতে শিল্পীর তিনটি গানের মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়। অ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। অ্যালবামটিতে নজরুলের মোট ১০টি জনপ্রিয় গান রয়েছে। গানগুলো হলো- নদীর নাম সই অঞ্জনা, নহে নহে প্রিয়, তুমি যদি রাধা হতে, বন্ধু পথ চেয়ে চেয়ে ও তৌহিদেরই মুর্শিদ আমারসহ আরও বেশ কিছু গান।
অ্যালবাম প্রসঙ্গে শিল্পী কান্তা বলেন, আমি চেষ্টা করেছি নজরুল ভক্ত-শ্রোতাদের জন্য ভালো কিছু গান করতে। আশা করি সব ধরনের শ্রোতাদের কাছে গানগুলো ভালো লাগবে। অ্যালবামটির তিনটি গানের মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন করেছি। সেই গানগুলোও দর্শকরা লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান এবং অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শামীম আহমেদ। সবশেষে শিল্পী কান্তা স্বকণ্ঠে নজরুল সঙ্গীত পরিবেশন করেন। কান্তার সংগীত পরিবেশন পর্বসহ পুরো অনুষ্ঠানের লাইভ সম্প্রচারিত হয় বাংলাদেশের জনপ্রিয় অনলাইন রেডিও স্টেশন রেডিও স্বদেশ.নেট এর ভেরিফাইড পেজ থেকে। এছাড়াও স্বদেশ.টিভির আরজে সাইমুর রহমান কান্তার একান্ত সাক্ষাতকার গ্রহন করে।

Leave a Reply