Friday, April 19

জেলবন্দি খালেদা জিয়ার সর্বশেষ তথ্য। যা দেখলে চোখের জল ধরে রাখতে পারবেন না

ভিডিওটি দেখতে পোস্টের নিছে চলে যান

এই ভিডিওটি অনলাইন ইউটিউভ থেকে নেওয়া হয়েছে।
এই ভিডিও নিয়ে কারো আপত্তি থাকলে এর দায়ভার ইউটিউব চ্যানেল নিবে।

৬ হাজার গোলের রাতে রিয়ালের বাজিমাত
জিনেদিন জিদানের কাছে ম্যাচটি ‘পাগলাটে’। আট গোলের শিহরণ জাগানো ম্যাচটি যারা দেখেছে তাদেরও একই অভিমত। শুরুতে এগিয়ে গিয়েও ৩৭ মিনিটে রিয়াল বেতিসের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে পড়ে জিনেদিন জিদানের শিষ্যরা। একটা সময় এগিয়েও যায় ৪-২ গোলে। ৮৫ মিনিটে ব্যবধান ৪-৩-এ কমিয়ে এনে উত্তেজনা ছড়ায় বেতিস। তবে ইনজুরি টাইমের গোলে বাজিমাত মাদ্রিদেরই।

গত সেপ্টেম্বরে সান্তিয়াগো বার্নাব্যুতে ১-০ গোলে জিতেছিল বেতিস। এবার ৫-৩ গোলের জয়ে মধুর প্রতিশোধ রিয়ালের। চ্যাম্পিয়নস লিগে বদলি হয়ে নেমে মুগ্ধ করা মার্কো অ্যাসেনসিওর ১১ মিনিটের গোলে এগিয়ে যায় রিয়াল। ৩৩ মিনিটে আইসা মঁদি সমতা ফেরানোর পর ৩৭ মিনিটে নাচো ফের্নান্দেসের আত্মঘাতী গোলে লিড বেতিসের। ৫০ মিনিটে সের্হিয়ো রামোসের হেডে সমতায় ফেরে রিয়াল। ৫৯ মিনিটে দানি কারভাহালের ক্রসে রিয়ালকে এগিয়ে দেন পুরো ম্যাচে দুর্দান্ত খেলা অ্যাসেনসিও। এটা লা লিগায় রিয়ালের ছয় হাজারতম গোল। লা লিগায় এই কীর্তি নেই আর কোনো দলের। ইউরোপে মর্যাদার পাঁচ লিগের মধ্যে শুধু ইংল্যান্ডের এভারটন, আর্সেনাল, লিভারপুল, অ্যাস্টন ভিলা ও ম্যানচেস্টার ইউনাইটেডের আছে এই রেকর্ড। ৬৫ মিনিটে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে স্বস্তি ফেরে রিয়ালে। তবে ৮৫ মিনিটে সের্হিয়ো লেওনের গোলে জমে ওঠে ম্যাচ। ইনজুরি টাইমের লক্ষ্যভেদে সেই উত্তেজনায় জল ঢালেন করিম বেনজিমা। ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে এখনো চারে রিয়াল।

ইতালিয়ান এসি মিলান ১-০ গোলে হারিয়েছে সাম্পদোরিয়াকে। সমান ২৫ ম্যাচ শেষে নাপোলির পয়েন্ট ৬৬, জুভেন্টাসের ৬৫ ও এএস রোমার ৫০। বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ড ১-০ গোলে হারিয়েছে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে। এএফপি

Leave a Reply