
ভিডীওতি দেখতে হলে পোস্টের নিছে চলে যান
এই ভিডিওটি অনলাইন ইউটিউভ থেকে নেওয়া হয়েছে।
এই ভিডিও নিয়ে কারো আপত্তি থাকলে এর দায়ভার ইউটিউব চ্যানেল নিবে।
দেখুন ফেসবুকে ভাইরাল সেই তরুনীর লাইফ স্টাইল ও সম্পদের পরিমান
বর্তমান সোসাল মিডিয়ার যুগে কে কখন বিখ্যাত হয়ে যায় তা বলা যায় না। যেমনটাই ঘটল এই তরনীর ক্ষেত্রে। মাত্র একদিনেই সারা দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে
এই তরুনী। মাত্র একদিনেই তার ফেসবুকে ফলোয়ার বেড়েছে ৬ লক্ষ যা পৃথিবীর মধ্যে তৃতীয়। তাইতো সবার আকর্ষন এই তরুনীর প্রতি। তার সম্পর্কে জানতে সবাই আগ্রহী। তাইতো েআপনাদের জন্য দেয়া হলো সেই তরুনীর বিস্তারিত। দেখুন ভিডিওতে।
ভিডিওটি পোষ্টের নিচে দেয়া আছে। ভিডিওটি দেখতে স্ক্রল করে পোষ্টের নিচে চলে যান।
আরো পড়ুনঃ
পথশিশুর ফুল বিক্রির টাকায় আইসক্রিম খেলো পুলিশ! অতঃপর…
একুশে বইমেলায় দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুই পথশিশুর ফুল বিক্রির টাকা কেড়ে নিয়ে আইসক্রিম খাওয়ার অভিযোগ উঠেছে। তবে সাধারণ মানুষের প্রতিবাদ ও চাপের মুখে টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
১০ ফেব্রয়ারি শনিবার দুপুরে শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দোয়েল চত্বরের কাছে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, টিটু নামের এক পুলিশ কর্মকর্তা ফুল বিক্রেতা দুই পথশিশুকে মারধর করে তাদের কাছে ৩২০ টাকা কেড়ে নেয়।
ভুক্তভোগী দুই শিশু নাম তুলু ও জিহাদ। এ বিষয়ে তুলু প্রিয়.কমকে বলে, ‘আমরা ফুল বেচতাছিলাম। এক বেডি আইয়া ফুলের দাম জিগায়। আমি কইছি ৫০। বেডি কইছে ২০। ওইসুম বেডি খারাপ ব্যবহার করছে। আবার ওই বেডি জুতা দিয়া মাইরা দিছে। আমি কিছুই কই নাই। তারপরে বেডি বানাইয়া-ছুনাইয়া কয় কি লাত্থি দিছে।’
তুলু আরও বলে, ‘ওইসুম পুলিশও মারছে। এক পুলিশ থাপ্পর দিছে। ওরা কয় ৫০ বেচলে মারমু। পরে পুলিশ আমারে কয়, ‘তরথাই টাকা আছে?’ আমার ২২০ আর ওর (জিহাদ) কাছ থেইকা ১০০ টাকা লইয়া পুলিশ কয় কী ‘ওই দৌড় দে একটা’।
