Wednesday, April 24

দেখুন সরকারি হাসপাতালে সবার আড়ালে কি হয় !-গোপন ক্যামেরায় ধারণকৃত

একমাত্র সরকারি হাসপাতালগুলোই গরীব ও মধ্যম আয়ের মানুষদের একমাত্র ভরসা। অনেক ধনী ব্যাক্তিরাও সরকারি হাসপাতালের দারস্ত হয় শুধু মাত্র চিকিৎসা ব্যায়ভার বহন করতে না পেরে।

কিন্তু সরকারি হাসপাতাল গুলো এখন নানা রকম অনৈতিক কর্মকাণ্ডের জায়গা। মানুষ এখানে চিকিৎসা নিতে গিয়ে নানা রকম ভোগান্তিসহ কখনো কখনো হতে হয় অসাধু কার্যকলাপের সম্মুখিন। দেখুন গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওটি।

ভিডিওতে দেখুন বিস্তারিত। ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন।

ভিডিওটি পোষ্টের নিচে দেয়া আছে। ভিডিওটি দেখতে স্ক্রল করে পোষ্টের নিচে চলে যান।

আরো পড়ুনঃ

‘মা জেনে যাবে, তাই বাসার ডিশ লাইন কেটে দিয়েছি’

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা কম্পিউটার ইঞ্জিনিয়ার রকিবুল হাসান অবশেষে না ফেরার দেশে চলে গেছেন। স্ত্রী এমরানা কবির মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।ছেলের মৃত্যুর খবর মাকে এখনো জানানো হয়নি। মা যাতে জানতে না পারে সেজন্য রকিবুল ইসলামের ঢাকার বাসায় (কাজিপাড়া) ডিশ লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।উল্লেখ্য, সোমবার ১২টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলার উড়োজাহাজ কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়।

এরপর বিমানটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এতে চার ক্রুসহ ৭১ জন আরোহী ছিলেন। এরমধ্যে কমপক্ষে ৫০ জন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১ জন।

এই বিমানের যাত্রী ছিলেন ওই দম্পতি। তারা ছুটি কাটাতে নেপালে যাচ্ছিলেন। বিমান দুর্ঘটনায় তারা দু’জনই গুরুতর আহত হন। তাদেরকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে না ফেরার দেশে চলে গেছেন রকিবুল হাসান। তার স্ত্রী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রভাষক এমরানা কবির হাসি এখনো আইসিইউতে।

একমাত্র ছেলে রকিবুল হাসানকে অনেক কষ্টে মানুষ করেছেন মা সেলিনা আখতার ঝর্ণা। কম্পিউটার ইঞ্জিনিয়ার রকিবুল সারাক্ষণ মাকে আগলে রাখতেন। চাকরীর কারণে রকিবুল মাকে নিয়ে ঢাকায় থাকতেন । আর স্ত্রী এমরানা কবির হাসি থাকতেন রাজশাহীতে। রকিবুলের মৃত্যু সংবাদ মাকে কিভাবে জানাবেন স্বজনরা।

একমাত্র ছেলে হারানোর সংবাদে কি হবে মায়ের অবস্থা? এই দু:শ্চিন্তা থেকে মঙ্গলবারও তার মাকে জানানো হয়নি প্রাণপ্রিয় ছেলের মৃত্যু সংবাদ। বাসার ডিশ সংযোগ সোমবার থেকেই বন্ধ করে রাখা হয়েছে যাতে রকিবুলের মা টিভি দেখে খবরটি জেনে না যায়।

Leave a Reply