Friday, April 19

মিশেল ওবামা কখনো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না

miss. obamaযুক্তরাষ্ট্রের বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামা দেশের প্রেসিডেন্ট পদে কখনও প্রার্থী হবেন না। বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা রোলিং স্টোন সাময়িকীকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা স্পষ্টভাবে বলেছেন। তবে এর আগে মিশেলও জানিয়েছেন, সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের মতো তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না। চলতি মাসে অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পরদিন ওই সাক্ষাৎকারে ওবামা এ কথা বলেন। ট্রাম্পের জয়ের পর থেকে রাজনীতিতে মিশেল ওবামার আসা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। ওবামা বলেন, ‘মিশেল অনেক প্রতিভাবান। আপনারা দেখেছেন, সাধারণ জনগণের সঙ্গে তিনি কীভাবে মিশেছেন। মজার কথা, রাজনীতিতে নামা নিয়ে মিশেল খুব স্পর্শকাতর।’ নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে মিশেল যখন প্রচারণা চালাচ্ছিলেন তখন তিনি ছিলেন খুবই আত্মবিশ্বাসী। নারীদের প্রতি ট্রাম্পের মনোভাবের উচিত জবাব দিয়েছিলেন তিনি।
আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়বেন মিশেল ও বারাক ওবামা। এ সময় মিশেলের বয়স হবে ৫৩। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ ফার্স্ট লেডি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেছেন মিশেল। গ্যালাপ জরিপ অনুসারে, ৭৯ শতাংশ মার্কিনের কাছে মিশেল জনপ্রিয়।

Leave a Reply