Saturday, December 20

রাতের বিনোদন, মাথা নষ্ট করা ড্যান্স (দেখুন ভিডিওতে)

দুর্নীতি সৌদি আরবে প্রচলিত একটি ব্যাপার। তেল সম্পৃদ্ধ এই দেশটিতে ব্যবসা করতে গেলে ঘুষ বা উপঢৌকন দেয়া যেন ব্যবসারই একটি অংশ। সেখানে যারা গুরুত্বপূর্ণ পদগুলোয় বসে আছেন, তাদের অনেকেই অকল্পনীয় সম্পদের মালিক। কিন্তু সরকারি বেতনে এত অর্থ উপার্জন সম্ভব না। তাদের বেশিরভাগ সম্পদই এসেছে বিভিন্ন অফশোর একাউন্ট থেকে।

সৌদি আরবের এই ধনাঢ্য কিছু ব্যক্তির পেছনেই লেগেছেন যুবরাজ মোহাম্মেদ বিন সালমান, আর তাকে সমর্থন দিচ্ছেন তার পিতা ৮১ বছর বয়সী বাদশাহ সালমান।

কিন্তু এর শেষ কোথায়? দেশটির অ্যাটর্নি জেনারেল এর মধ্যেই জানিয়েছেন, প্রথম ধাপের মাত্র সমাপ্তি হয়েছে। তার মানে সামনে আরো অনেকে গ্রেপ্তার হতে যাচ্ছেন। যদিও ক্ষমতাসীন আল সৌদ পরিবার কখনোই প্রকাশ করেনি, দেশটির তেল বিক্রির কি পরিমাণ অর্থ রাজপুত্র বা রাজপরিবারের সদস্যদের পেছনে খরচ হয়, যাদের সংখ্যা কয়েক হাজার।

সৌদি আরবে নানা পরিবর্তন আর নানা রহস্য চলছে বর্তমান সময়ে।সব কিছুর পেছনে রয়েছে ৩২ বছর বয়সী সৌদি আরব যুবরাজ মোহাম্মাদ বিন সালমান, যিনি সদ্য গঠিত দুর্নীতি দমন কমিটিরও প্রধান। কিন্তু এত কিছু কেন ঘটছে? এর কারণ কী শুধুই দুর্নীতি? নাকি যুবরাজের ক্ষমতা করায়ত্তের কৌশল? এসব ঘটনাবলী চুলচেরা বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি দেখুন নিচে ক্লিক করে।

আরো পড়ুন…

বাংলাদেশে প্রথম শুরু হচ্ছে ১০০ বলের ক্রিকেট

টি-২০ ক্রিকেটের নির্মাতা ইংল্যান্ডেই এবার আনছে ক্রিকেটের নতুন ফরম্যাট। সেই ফরম্যাটটি হবে ১০০ বলের। একজন বোলার একাই বল করতে পারবেন শেষ ১০ বল। চাইলে ৩ জনেই করতে পারেন।

আর সেটা হওয়ার কথা ছিলো ২০২০ সালে। কিন্তু তার আগেই সেটি হচ্ছে বাংলাদেশেই। সেটাও খুব শিগগিরই। ২ মে থেকে বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটারদের অংশগ্রহণে শুরু হচ্ছে ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল। মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ রফিকরা প্রথমবারের মতো খেলবেন ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টে।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া এ আসর দিয়েই যাত্রা শুরু হবে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টের। হঠাৎ টি-টোয়েন্টি ছেড়ে ১০০ বলের টুর্নামেন্ট খেলার কারণ কী? জানতে চাইলে টুর্নামেন্টের কনভেনর আকরাম খান বলেছেন,‘এটা আমাদের কাছে নতুন একটা আইডিয়া। আমরা চেষ্টা করে দেখি এটা কেমন। যদি মনে হয় এটা ভালো হচ্ছে উত্তেজনা ছড়াচ্ছে, তাহলে পরবর্তীতেও এটা হতে পারে। শেষ ওভার, ১৫তম ওভার একজন বোলারই ১০ বল করবে।’

Leave a Reply