Friday, June 14

ছয় শহরে ‘এবি উইথ সাউন্ড অব সাইলেন্স’

50123_lrbস্বনামখ্যাত ব্যান্ডতারকা গিটারলিজেন্ড আইয়ুব বাচ্চুকে দর্শক স্টেজে সাধারণত তার ব্যান্ড এলআরবি নিয়ে গান পরিবেশন করতে দেখেছেন। সে সঙ্গে অল্প-বিস্তর গিটার নিয়ে খেলতে দেখলেও এবার তাকে স্টেজে শুধু গিটার বাদনেই দেখবেন তারা। আগামী মার্চ মাস থেকে সিলেট, চট্টগ্রাম, ঢাকা, বগুড়া, রাজশাহী এবং খুলনা শহরে ধারাবাহিকভাবে গিটার উৎসব উদ্‌যাপন করবেন আইয়ুব বাচ্চু। গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। আর এই উৎসবের নাম দিয়েছেন ‘এবি উইথ সাউন্ড অব সাইলেন্স’। এরইমধ্যে উৎসবের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। শুধু গিটার বাদনের এমন উৎসব প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, সবসময়ই তো মঞ্চে গান পরিবেশন করি। তাছাড়া ভেবে দেখলাম আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে ভবিষ্যতেও গান গাওয়ার অনেক সুযোগ আছে। কিন্তু এখনই গিটার বাদনের উৎসবটা করা প্রয়োজন। কারণ বিভিন্ন সময়ে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে আমি এমন অনেক ভক্ত পেয়েছি যারা শুধু আমার গিটারের সুরেলা শব্দই শুনতে চেয়েছেন। সেসব পাগল ভক্তের জন্যই দেশের ছয়টি জেলা শহরে আমার এই আয়োজন থাকছে। গিটারের কিছু নিজস্ব মিউজিক আছে। সেসব মিউজিক ভক্তরা শুনবেন। পাশাপাশি আমার কিছু জনপ্রিয় গান, চেনা জানা অন্য গানও গিটারের সুরে বেজে উঠবে। মূল কথা যারা এই উৎসবে উপস্থিত থাকবেন তাদের সঙ্গে আমার আবেগকে ভাগাভাগি করে নেয়ার চূড়ান্ত চেষ্টা থাকবে। আমি সত্যিই খুব আশাবাদী এই গিটারে প্রাণের ছোঁয়ার আয়োজন নিয়ে। এদিকে আজ টানা প্রায় আড়াই ঘণ্টা সংগীত পরিবেশন করবেন আইয়ুব বাচ্চু। অনন্যা রুমা প্রযোজিত চ্যানেল আইয়ের ‘গানের উৎসব’ অনুষ্ঠানে মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় তা করবেন তিনি। নিজের ব্যান্ড এলআরবির রজতজয়ন্তী উপলক্ষেই বিশ্বব্যাপী ভক্ত শ্রোতাদের জন্য আইয়ুব বাচ্চু আজ এ সংগীত পরিবেশন করবেন।

Leave a Reply