পাকিস্তানে একটি সবজি বাজারে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ২২ জন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। উত্তর-পশ্চিমাঞ্চলীয় পারাচিনার প্রাদেশিক রাজধানীর কাছে এ ঘটনা ঘটেছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে হামলার দায় স্বকিার করেছে স্থানীয় নিষিদ্ধ জাতিগোষ্ঠীগত জঙ্গি সংগঠন লস্করে জাংভি। আহতদের অনেককে নেয়া হয়েছে পারাচিনার এলাকার বিভিন্ন হাসপাতালে। অন্যদের বিমানে করে পাঠানো হয়েছে পেশোয়ারে। হামলার দায় স্বীকার করে লস্করে জাংভি বলেছে, তারা তালেবানের সঙ্গে এ হামলা চালিয়েছে। এক বার্তায় তারা বলেছে, মেহসুদ তালেবান গ্রুপের শাহরিয়ার সম্মিলিতভাবে এ হামলা চালিয়েছে। গ্রুপটির মুখপাত্র আলী সুফিয়ান মিডিয়াকে এ কথা বলেছেন।