বোলারদের দেখানো স্বপ্ন নিয়ে তৃতীয় দিন শুরু করার অপেক্ষাতে ছিল বাংলাদেশ। কিন্তু সেই স্বপ্নে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। তাই লম্বা সময় অপেক্ষা করেও কোনো কাজ হয়নি। মাঠেই নামতে পারেননি বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের ক্রিকেটারা। বাংলাদেশ সময় ভোর ৩ টা ৩৫ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন পরিত্যক্ত ঘোষণা সিদ্ধান্ত হয়। হ্যাগলি ওভালে স্থানীয় সময় বিকাল ৪টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। কালও আকাশ মেঘলা থাকবে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই কম। চতুর্থ দিন নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় খেলা খেলা শুরু হবে। সেই হিসেবে বাংলাদেশে খেলা শুরু হবে রাত সাড়ে তিনটায়। বৃষ্টির বাধায় আগের দিন ১৯ ওভার খেলা কম হয়। ঘাটতি পুষিয়ে নিতে রোববার হ্যাগলি ওভালে নির্ধারিত সময়ের ২৩ মিনিট আগে খেলা শুরু হওয়ার কথা ছিল। দ্বিতীয় দিনের খেলা শেষে নিউ জিল্যান্ডের স্কোর ২৬০/৭। এর আগে প্রথম ইনিংসে ২৮৯ রানে অলআউট হয় বাংলাদেশ। নিউজিল্যান্ড দল এখনও পিছিয়ে আছে ২৯ রানে।