৭৫ দিন পর উদ্ধার হলো ফরহাদ মজুমদারের ছিনতাই হওয়া আইফোন
৭৫ দিন পর উদ্ধার হলো ফরহাদ মজুমদারের ছিনতাই হওয়া আইফোন।
ঢাকা মেট্রোপলিটন ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী মিয়া পিপিএম বার এর নির্দেশনায় এএসআই আসলাম মোল্লার বিশেষ অভিযান পরিচালনায় অজ্ঞান পার্টির হাত থেকে উদ্ধার হলো জাতীয় প্রেসক্লাব স্থায়ী সদস্য, চলচ্চিত্র প্রযোজক,সেভ দ্য ফিল্ম বাংলাদেশ ও বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদারের কনিষ্ঠ পুত্র গোয়েন্দা রিপোর্ট এর ভারপ্রাপ্ত সম্পাদক ফরহাদ হোসেন মজুমদারের আইফোন।
গত ২২ জানুয়ারী রাজধানীর সিটি কলেজের সামনে বাসে অজ্ঞান পার্টি স্প্রে মেরে অজ্ঞান করে ফরহাদ মজুমদারের হাতে থাকা আইফোন ১৩ ম্যাক্স ফ্রো ফোনটি ছিনিয়ে নেওয়া হয়।
২৩ জানুয়ারী ধানমন্ডি মডেল থানা জিডি করা হয়।
৭ এপ্রিল ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী মিয়া (পিপিএম বার) ও এএসআই আসলাম মোল্লা ফরহাদ হোসেন মজুমদার ও আবুল হোসেন মজুমদারের হাতে আইফোনটি তুলে দেন।
এসময় ধানমন্ডি মডেল থা...