সম্ভাবনাময়ী মডেল রাইসার স্বপ্ন
বিনোদন ডেস্ক, স্বদেশ কন্ঠ: মানুষ স্বপ্ন বিলাসী। স্বপ্ন দেখতে কারো কোন মানা নেই। কিন্তু স্বপ্নটা বাস্তবায়ন করাই কষ্টকর। অনেকেই অনেক স্বপ্ন দেখেন কিন্তু তা বাস্তব রূপে পরিণত করতে পারে না। আবার অনেকেই নিজের একান্ত প্রচেষ্টা, কাজের প্রতি ভালবাসা, সৃজনশীলতার মাধ্যমে স্বপ্ন পূরণে জয়ী হন। সম্ভাবনাময়ী তরুণ মডেল ও অভিনেত্রী সানজিদা রাইসা খুলনার সাতক্ষীরায় তার জন্ম। শৈশবের কিছুটা সময় কাটে খুলনা, কিছুটা ঢাকায়।
রাইসা বরিশাল পলিটেকনিক্যাল ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন ২০১২ সালে। তিনি বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং উপর পড়াশুনা করছেন। ইর্ন্টানি করছেন একটি প্রাইভেট আইএসপি কোম্পানিতে। পিতা মোঃ আব্দুল গাফফার গাজী, মাতা মমতাজ। রাইসা বাবা-মার একমাত্র সন্তান। বাবার অনুপ্রেরণায় নাচ, গান, অভিনয়, ছবি আঁকা, গল্প লেখা ও আবৃত্তি এর সাথে যুক্ত ছিলেন রাইসা। তারই ধারাবাহিকতায় ন...