ভৈরবের কৃতিসন্তান জজ হেলাল উদ্দিনের বাসভবনে স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক||
গত ২৫শে জানুয়ারি কিশোরগঞ্জের ভৈরবের কৃতি সন্তান বর্তমান ময়মনসিংহের জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিনকে তাঁর বাসভবনে সংক্ষিপ্ত স্মৃতিচারন অনুষ্ঠানে শুভেচ্ছা উপহার তুলে দেন ভৈরবের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ। উক্ত অনুষ্ঠানটি জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিনের বাসভবন, ময়মনসিংহে অনুষ্ঠিত হয়। এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভৈরবের কৃতি সন্তান স্বনামধন্য লেখক ড. মুহাম্মদ শহীদুল্লাহ, অভিনেতা সাইদুর রহমান বাবলু প্রমুখ। স্মৃতিচারণ এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের নিজেদের অতীতের বিশেষ স্মৃতিগুলোর কথা স্মরণ করেন এবং উপস্থিত দর্শকদের সাথে শেয়ার করেন।
...