‘পদ্মা সেতুর ব্যয় নিয়ে বিএনপি নেতাদের ওপেন চ্যালেঞ্জ’
পদ্মা সেতুর নির্মাণ ব্যয় নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য নেতাদের ওপেন চ্যালেঞ্জ জানিয়েছেন সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ এ আরাফাত।
মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ চ্যালেঞ্জ জানান।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি ছবি পোস্ট করে মোহাম্মদ এ আরাফাত বলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির অন্যান্য নেতারা পদ্মা সেতুর নির্মাণ ব্যয় নিয়ে মিথ্যাচার করছেন। আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, তারা দেখাক কোথায় পদ্মা সেতু প্রকল্পে ৩০১৯৩ কোটি টাকার বেশি খরচ হয়েছে।
টাকার হিসাব দিয়ে তিনি আরও লিখেছেন- (১) পদ্মা সেতু প্রকল্পে, মূল সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১২,৪৯৩ কোটি টাকা। অর্থাৎ, আপার ডেক এবং লোয়ার ডে...