মাঙ্কিপক্স সন্দেহে একজন হাসপাতালে ভর্তি
মাঙ্কিপক্স সন্দেহে তুরস্কের একজন নাগরিককে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছেন।
তুরস্কের ওই নাগরিকের নাম আকসি আলতে (৩২)।
শাহরিয়ার সাজ্জাদ বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১২ টায় তুর্কি এয়ারলাইনসে আসা একজন বিদেশি নাগরিক ইমিগ্রেশন পার হওয়ার সময় মাঙ্কিপক্স ভাইরাস আক্রান্ত বলে সন্দেহ হয়। পরে তাকে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়।
বিমানবন্দরে থেকে বিকাল ৩টার দিকে তাকে রাজধানীর সংক্রামকব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।
সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক ডা. মিজানুর রহমান বলেন, সন্দেহভাজন ব্যক্তিকে বিকাল ৩টার দিকে আমাদের এখানে ভর্তি করা হয়েছে।
আমরা ১০ বেডের আইসোলেশন ওয়ার্ডে তাকে পর্যবেক্ষণে রেখেছি। আইইডিসিআর নমুনা ...