
ফ্রেন্ডস ভিউ কুরআনের ধ্বনি ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত!
গতকাল সফল ভাবে সম্পন্ন হয়েছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা “ফ্রেন্ডস ভিউ কুরআনের ধ্বনি “। ৭ ই মে শুক্রবার বিকেলে গুলশান স্পেক্টা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
বিচারক হিসেবে ছিলেনঃ-বিশ্বজয়ী হাফেজ নাজমুস ও আব্দুল আল – মামুন। অতিথি বিচারক হিসেবে ছিলেনঃ- কারী নাজমুল হাসান ও মৌলানা মাহমুদউল্লাহ। উপস্থাপনায় ছিলেনঃ-ইয়াচিন হাইদার।
এই প্রতিযোগিতা ১ম স্থান অর্জন করেছে হাফেজ মাহমুদুল হাসান,২য় হাফেজ নর আলম,৩য় আব্দুল্লাহ ইবনে রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হারুনর রশীদ (সি আই পি),আবু সায়েম শাহিন (সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ), বি এম এ রফিক ( উপদেষ্টা ফ্রেন্ডস ভিউ) রবি চৌধুরী ( চেয়ারম্যান ফ্রেন্ডস ভিউ) অনুষ্ঠান পরিচালনায় ছিলেনঃ- সিরাজুল ইসলাম রুবেল ( এম ডি ফ্রেন্ডস ভিউ)। মিডিয়া পার্টনারঃ- এশিয়ান টেলিভিশন ও স্বদেশ টিভি।
