Saturday, December 13

বিশ্বরঙ এর বরিশাল শাখার জাঁকজমক গ্রান্ড ওপেনিং

বিনোদন ডেস্ক, সম্পাদনায়- আরজে সাইমুরঃ
জাঁকজমকভাবে সম্পন্ন হল বিশ্বরঙ এর বরিশাল শোরুমের গ্রান্ড ওপেনিং।

এতে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জনাব জসিম উদ্দিন হায়দার।
বিশিষ্ট সংগীত শিল্পী সামিনা চৌধুরী, জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল অপু বিশ্বাস, চিত্রনায়ক ও মডেল নিরব হোসেন, চিত্রনায়ক ও মডেল মামুনুন ইমন এবং বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা।
জাঁকজমক এই শোরুমের গ্রান্ড ওপেনিং এ বরিশালের সাধারন মানুষের উপচে পরা ভীড়।

শোরুম ঠিকানাঃ বগুড়া রোড, বন বিভাগের বিপরীতে, বরিশাল।

Leave a Reply