Friday, April 19

সুরঞ্জিতের সাবেক এপিএস ওমর ফারুকের ৫ বছরের কারাদণ্ড

50215_omarসম্পদ, তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুকের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ কোটি ২৩ লাখ টাকা জরিমানা ও তার মালিকানাধীন মোহাম্মদপুরের একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আতাউর রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি ওমর ফারুক আদালতে হাজির ছিলেন। রায় শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, সম্পদ, তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের ঘটনায় ২০১২ সালের আগস্ট মাসে রমনা থানায় দুদকের উপপরিচালক রাশেদুর রেজা বাদী হয়ে মামলা করেন। মামলা নং ৩৩(৮)১২। পরে এ ঘটনায় বাদীই তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Leave a Reply