Thursday, April 25

বাংলাদেশ ইউনিভার্সিটির নিজস্ব পরিববহন পুলের উদ্বোধন ॥

দেশের অন্যতম বেসরকারি বিশ^বিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির নিজস্ব পরিবহন পুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জুলাই ২০১৮) দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ইউনিভার্সিটির পরিচালক (টেকনিক্যাল) কাজী তাইফ সাদাত ফিতা কেটে এ পুলের উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে ১টি বাস পুলে সংযুক্ত করা হয়েছে। ৩২ সিটের উক্ত বাসটি ক্রয় করতে মোট খরচ হয়েছে ২১ লাখ টাকা। যার সম্পূর্ণ ব্যয় বহন করা হয়েছে ইউনিভার্সিটির নিজস্ব অর্থায়ন থেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবহন পুলে এ গাড়ি যুক্ত হওয়ার ফলে ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মকর্তাসহ সকলের পরিবহন সেবার মান আরও বৃদ্ধি পাবে। তারা গাড়ি রক্ষণাবেক্ষনে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার পরামর্শ দেন।
এসময় অন্যান্যের মধ্যে ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান, বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় সভাপতিগণ, রেজিস্ট্রার মেজর নিয়াজ মোহাম্মদ খান (অব:), পরিচালক (প্রশাসন ও নিরাপত্তা) মেজর (অব:) এজাজ আফজাল বীর প্রতিকসহ ইউনিভার্সিটির শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

(সোহেল আহসান নিপু)

Leave a Reply