মাঠেই মুশফিকুরের সঙ্গে লেগে গেল বিরাটের। এমন আক্রমণাত্মক কোহলিকে আগে দেখেননি। অধিনায়কত্বের চাপে পড়ে বেশ কিছুদিন হল বিরাট কোহলিকে পুরনো খুল্লমখুল্লা আক্রমণাত্মক মেজাজে দেখা যায়নি। শীতল আগ্রাসনই ইদানীং কোহলির ভাবমূর্তির সঙ্গে বেশ খাপ খায়।
তবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টেই পাওয়া গেল সেই কোহলিকে। যে কোহলি
মধ্যাঙ্গুলি দেখাতে পারেন আবলীলায়, মিচেল জনসনের স্লেজিংয়ের প্রত্যুত্তর দেন বাউন্ডারিতে।
মুশফিকুরের কীর্তি দেখে হেসে ফেললেন কোহলিও। আর কোহলিতে হাসবেন আপনিও। ঘটনাটি বাংলাদেশের সঙ্গে চতুর্থদিনে। ২৩৫ রানে ৬ উইকেট হারালেও মুশফিকুর রহিম একা লড়াই চালিয়ে যাচ্ছিলেন ক্রিজে। সেই সময়ই ইশান্তের শর্ট বলে পুল করতে যান মুশফিকুর। ব্যাটে না লেগে বল সোজা উইকেটকিপার ঋদ্ধিমানের হাতে পৌঁছোয়। তবে আম্পায়ার আউট দেননি।
স্পষ্টতই হতাশ কোহলি এরপর রিভিউ চান। সেই সময় মুশফিকুর ইঙ্গিত করেন, বল তাঁর আর্মব্যান্ডে লেগেছে। ডিআরএসেও কোহলি ভুল প্রমাণিত হন। এই ঘটনাই কোহলিকে ক্ষুব্ধ করে তোলে। তাঁর চোখে মুখেও এই ছাপ ধরা পড়ে।