ভালবাসা দিবস উপলক্ষে জনপ্রিয় কন্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক ইমরানের ভাসি ডুবি গানের মিউজিক ইতিমধ্যেই সোস্যাল মিডিয়া ও ইউটিউবে ঝড় তুলেছে। মাত্র কয়েকদিনে গানের ব্যাপক সাড়া। গানটি ২ লাখ এর অধিকদর্শক দেখেছেন। গানটির কথা ও সুর স্নেহাশীষ ঘোষ। গানটির কন্ঠ দিয়েছে ইমরান আর সঙ্গীত পরিচালনা করেছেন অয়ন চাকলাদার। গানটি সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হয়েছে। গানটির মডেল আজাদ ও রুতসি।মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা।
স্বদেশের পাঠক ও দর্শকদের জন্য গানটির অফিসিয়াল ভিডিও লিংক নিচে দেয়া হলো।