Saturday, April 20

বোলিংয়ের ‘ব্র্যাডম্যান’ অশ্বিন: স্টিভ ওয়াহ

53629_Ashwinভারতের স্পিনার বরিচন্দ্রন অশ্বিনের ভূয়সী প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। তিনি অশ্বিনকে বোলিংয়ের ‘ব্র্যাডম্যান’ বলে অভিহিত করলেন। আইসিসি’র টেস্ট র‌্যাঙ্কিংয়ের সেরা বোলার অশ্বিন। টেস্টের সেরা অলরাউন্ডারও তিনি। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে তিনি দ্রুততম ২৫০ উইকেট দখলের রেকর্ড গড়েছেন। ভেঙে দিয়েছেন কিংবদন্তি ডেনিস লিলির আগের রেকর্ড। ভারতের মাটিতে যে কোনো দলের ব্যাটসম্যানের জন্য অশ্বিন রীতিমতো ভয়ঙ্কর মূর্তি। চার ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য ইতিমধ্যে ভারতে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ভারতের মাটিতে পা দিয়েই বিরাট কোহলি ও অশ্বিনদের দুর্দান্ত নৈপুণ্যের কথা স্বীকার করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শুরু হবে ২৩ ফেব্রুয়ারি পুনেতে। তার আগে ভারতের স্পিন নিয়ে অস্ট্রেলিয়াকে সতর্ক করে দিলেন দেশটির সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। বিশেষকরে ভারতের স্পিনার অশ্বিনকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন। বলেন, ‘অশ্বিন তো আসলে বোলিংয়ের ব্র্যাডম্যান। সে অবিশ্বাস্য বোলিং করছে। আমার মনে হয়- ভারতের মাটিতে তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। অশ্বিনের বোলিং সামলাতে পারলেই অস্ট্রেলিয়া একটা পথ পাবে। তারা ভাল করার সুযোগ পাবে। অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের উচিৎ হবে মাথা ঠা-া রেখে খেলা।’ অশ্বিনের প্রশংসা করে ৫১ বছর বয়সী ওয়াহ আরো বলেন, ‘অশ্বিন এখন যেভাবে খেলছে তাতে সে সামনে অনেক রেকর্ড ভেঙে ফেলবে। অশ্বিনের বোলিং পরিসংখ্যান চমকে ওঠার মতো।’

Leave a Reply