ঝালকাঠির বিষখালী নদীর ডহরশংকর এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ব্যক্তির বয়স ৪৫ বছর হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের দলনেতা মো. শহিদুল ইসলাম। মরদেহের শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে।
মৃতদেহ সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঝালকাঠি থানার পরিদর্শক তদন্ত মো. সাইফুল ইসলাম সোহাগ।
এর আগে সকাল ৯টার দিকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে অভিযান লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের মৃত্যু হলো।
গত ৬ দিনে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের উদ্ধারকর্মীরা সুগন্ধা ও বিষখালী নদী থেকে শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার করে। বুধবার থেকে উদ্ধার অভিযানে যোগ দেয় বরিশাল নৌপুলিশ।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, বিষখালী নদীর মোহনায় মৃতদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এক পুরুষের মৃতদেহ উদ্ধার করে। তার শরীরের আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।