Saturday, October 12

কেরালার মুখ্যমন্ত্রীকে কতলের ডাক আরএসএস নেতার, ১ কোটি রুপি পুরষ্কারের ঘোষণা

55872_Naz-4কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ি ভিজায়নকে হত্যার জন্য মোটা অংকের অর্থ পুরষ্কার ঘোষণা করেছেন ভারতের শাসক দল বিজেপির মূল আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) নেতা কুন্দন চন্দ্রবত। তবে বৃহস্পতিবার আরএসএস’র পক্ষ থেকে বলা হয়, সহিংসতায় তাদের বিশ্বাস নেই। আরএসএস’র অ্যারিয়া ক্যাম্পেইন চীফ ড. প্রবীন কাবরা এক বিবৃতিতে বলেন, ‘কুন্দন চন্দ্রবত কেরালার মুখ্যমন্ত্রীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা নিন্দাযোগ্য। আরএসএস এ ধরণের দৃষ্টিভঙ্গি সমর্থন করে না। এগুলোর প্রচারও সমর্থন করে না।’ এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়, কেরালায় কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সবাদী) দলের নেতৃত্বাধীন এলডিএফ সরকারের বিরুদ্ধে বিজেপি, আরএসএস ও অন্যান্য ডানপন্থী সংগঠনগুলো বিক্ষোভ প্রদর্শনের একদিন পর চন্দ্রবত ওই মন্তব্য করেন। তিনি বলেন, ‘কেউ যদি পিনারায়ির (মুখ্যমন্ত্র) শিরñেদ করে, আর তার মস্তক নিয়ে আসে, তাহলে তাকে আমি আমার সকল সম্পদ দিয়ে দেব। আর এ সম্পদের মুল্যমান ১ কোটি রুপি।’
এদিকে এক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী পিনারায়ি ভিজায়ন বলেন, আরএসএস সহ দক্ষিণপন্থী সংগঠনগুলো আমাদের বিভক্ত করার চেষ্টা করছে। তার ভাষ্য, ‘তারা মুসোলিনির সাংগঠনিক কাঠামো আর হিটলারের আদর্শ গ্রহণ করেছে।’ সিপিআই-এর জ্যেষ্ঠ নেতা সিতারাম ইয়েচুরিও আরএসএস নেতার ওই মন্তব্যের নিন্দা জানান। তিনি বলেন, ‘ভয়াবহ! আমরা এর নিন্দা জানাই। রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুমকি দিয়েছে আরএসএস। এর মানে হলো তারা সরকারের সুরক্ষা আর সমর্থন ভোগ করছে।’

Leave a Reply