Saturday, October 12

হৃতিকের প্রেমে পড়েছিলেন ইয়ামি

ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত তিনি যে ছবিগুলোতেই অভিনয় করেছেন তার মাধ্যমে প্রশংসিত হয়েছেন ইয়ামি গৌতম। পেয়ে গেছেন সুঅভিনেত্রীর তকমা। তবে কদিন আগেই মুক্তিপ্রাপ্ত ‘কাবিল’ ছবিতে হৃতিকের সঙ্গে অভিনয়ের সুযোগ হয় তার। এর আগে তেমন কোন বড় তারকার সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করা হয়নি তার। তবে ‘কাবিল’ এর মাধ্যমে এরই মধ্যে হৃতিকের পাশাপাশি ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন ইয়ামি। অন্ধ একজন তরুণীর চরিত্রে এ ছবিতে অসাধারণ অভিনয় করেছেন তিনি। তার অভিনয়ের প্রশংসা করেছেন বলিউডের বড় বড় তারকারাও। ‘কাবিল‘ এর পর বর্তমানে ‘সরকার-৩’ ছবির কাজ করছেন। এ ছবিতে অমিতাভ বচ্চনের মতো বড় তারকার সঙ্গে অভিনয় করছেন তিনি। তবে সম্প্রতি টুইটারে নতুন তথ্য দিলেন ইয়ামি। ‘কাবিল’ ছবির শুটিংয়ের এক পর্যায়ে নাকি হৃতিকের প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। এরই মধ্যে তার এই বক্তব্য অনলাইনে ভাইরাল হয়ে গেছে। টুইটারে তিনি লিখেন, হৃতিক আমার অনেক পছন্দের একজন অভিনেতা। তার সঙ্গে অভিনয় করাটা আমার স্বপ্নের মতো ছিলো। তবে রোমান্সের দৃশ্য গুলোর করার সময় সত্যি সত্যি প্রেমেই পড়ে গিয়েছিলাম তার। যদিও পরবর্তীতে বাস্তবতায় ফিরেছি আমি। এখনতো ‘কাবিল’ এর প্রেমে ভাসছি। দর্শক প্রতিনিয়ত প্রশংসা করছেন। এখন আমি বুঝে গেছি দর্শকদের প্রেমের চাইতে বড় প্রেম আর কিছু নয়।

Leave a Reply