রাজধানীর পল্টনে ম্যানহোলে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট।
আগামী ১৯ মার্চ তাদের আদালতে হাজির হয়ে এ ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।
আজ একটি জাতীয় দৈনিকে ‘পল্টনে খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তি নিহত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আমলে নিয়ে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আজ এ আদেশ দেয়। একই সঙ্গে ম্যানহোলে পরে ওই ব্যক্তির মৃত্যুর জন্য কর্তব্য-কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা এবং নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করা হয়েছে। স্থানীয় সরকার সচিব, ওয়াসার এমডিসহ ৭ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।