Friday, June 14

প্রথমবারের মতো

কখনো নাটক, কখনো সিনেমার মাধ্যমে পর্দায় বহুবার একসঙ্গে দেখা গেছে জাহিদ হাসান ও মৌসুমীকে। কিন্তু অভিনয় জীবনের এত বছর পর এবার তারা প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন বিজ্ঞাপনচিত্রে। গত দু’দিন রাজধানীর কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। এটি ভিশন রেফ্রিজারেটরের নতুন বিজ্ঞাপন। এতে
মডেল হিসেবে থাকছেন মৌসুমী ও জাহিদ। তাদের সহশিল্পী থাকছেন ১৩৫ জন। একটি বিয়েবাড়ির আবহে বিজ্ঞাপনটি উপস্থাপন করা হবে। জাহিদ-মৌসুমী বর-কনে পক্ষের অভিভাবক হিসেবে থাকছেন এতে। এটি তৈরি করছেন নাফিস রেজা মনি। বিজ্ঞাপনটিতে ব্যবহার করা হবে একটি জিঙ্গেল। এর সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ। শিগগিরই দেশের সবকটি চ্যানেলে এর প্রচার শুরু হবে।

Leave a Reply