Saturday, October 12

দামেস্কে আসাদ বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড লড়াই

সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনা ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে রোববার। অকস্মাৎ বিদ্রোহীরা রাজধানীর পূর্ব দিক থেকে আক্রমণ শুরু করে। খবরে বলা হয়েছে, প্রেসিডেন্টের বাসভবনে বোমা হামলা হয়েছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র বা সিরিয়া সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি। রাস্তায় রাস্তায় চলছিল লড়াই। অব্যাহতভাবে গোলা ছোড়া হচ্ছিল। শহরের বিভিন্ন এলাকায় আঁততায়ীদের গুলি বর্ষণের খবর পাওয়া যাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ও আল জাজিরা। এতে কি পরিমাণ প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। সিএনএন লিখেছে, সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলো রোববার অতর্কিতে দামেস্কের পূর্ব দিক দিয়ে সরকারি বাহিনীর ওপর হামলা চালিয়েছে। এমন তথ্য দিয়েছে সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস অ্যান্ড সিরিয়ান (এসওএইচআর)। এ সংগঠনের পরিচালক রামি আবদেল রহমান বলেছেন, অনেক মাস এমন কি বছরে এ রকম হামলা দেখা যায়নি দামেস্কে। দামেস্কের উত্তর-পূর্বাঞ্চলীয় জোহার থেকে বিদ্রোহীরা হামলা শুরু করে। ওই এলাকাটির কিছু অংশে বিদ্রোহী ও কিছু অংশে সরকারপন্থিরা নিয়ন্ত্রণ করে। আবদেল রহমান বলেছেন, পাল্টা হামলার জন্য বিদ্রোহীরা প্রস্তুতি নিয়েছে বলে দৃশ্যত মনে হচ্ছে। সিরিয়ায় লড়াই শুরু থেকেই সরকারপন্থি ও বিদ্রোহীরা রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ যার যার হাতে শক্ত করে ধরে রেখেছে। জোহারসহ দামেস্কের চারপাশে অল্প কিছু এলাকার নিয়ন্ত্রণ রয়েছে বিদ্রোহীদের হাতে। রিপোর্টে আরো বলা হয়েছে, আহরার আল শাম ও সম্প্রতি গঠিত জিহাদী গ্রুপ হায়াত তাহরির আল শামসহ ইসলামপন্থি কিছু গ্রুপের নেতৃত্বে রোববারের হামলা হয়েছে। ওদিকে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ায় বলা হয়েছে, জিহাদীরা টানেল বা সুড়ঙ্গ ব্যবহার করে সরকারি বিভিন্ন অবস্থানে হামলা করেছে। কিন্তু তাদেরকে প্রতিহত করেছে সিরিয় বাহিনী। এ নিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসও খবর প্রকাশ করেছে। তাদের খবরের শিরোনাম ‘সিরিয়ান প্রেসিডেন্সিয়াল প্যালেস বোম্বার্ড’। এতে বলা হয়, এ সপ্তাহে জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় নতুন করে সিরিয়া ইস্যুতে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা। তার আগেই রোববার এমন ভয়াবহ লড়াই শুরু হয়েছে দামেস্কে। টুইটার ব্যবহারকারী এবুমহনা রেমালি নামে একজন টুইট করেছেন- বিস্ফোরণে কেঁপে উঠেছে প্রেসিডেন্টের বাসভবন। রিপোর্টে বলা হয়েছে, পুরাতন শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় এক মাইল দূরে এ লড়াই শুরু হয়। বিবিসি বলেছে, জোবারে আত্মঘাতী দুটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছে। এ সময় সরকারের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে বিদ্রোহীরা।

Leave a Reply