বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: গত ১৯ এপ্রিল রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্টে জাঁকজমক আয়োজনে ফ্রেন্ডস ভিউ ‘স্টার এ্যাওয়ার্ড ও ফ্যাশন নাইট ২০১৭” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গুনী অভিনেতা প্রবীর মিত্র, ডিএ তায়েব, সিদ্দিকুর রহমান, মডেল সৈয়দ রুমা, সোমা আফরোজ, আহসান ভাবনা, রাহা তানহা প্রমুখ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানীর ডিজিএম ও শাহাদত হোসেন রাজন, সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানীর ডিজিএম প্রতীক শ্রীভাস্তব প্রমুখ। অতিথীদের সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ও ফ্রেন্ডস ভিউ কর্ণধার রবি চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন দেবাশীষ ও ইসরাত পায়েল।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল রবি চৌধুরী ও কিউট এন ক্লাসির কর্ণধার মডেল প্রিয়াংকা জামান। ডিজাইনার নেহাল, অভি ও জনির পোশাক নিয়ে দারুন ৩টি ফ্যাশন কিউ যাতে ক্যাটওয়াক করে দেশের সেরা মডেলরা। কোরিওগ্রাফি ও শো স্টপার ছিলেন সৈয়দ রুমা। স্বদেশ নিউজ২৪কে রবি চৌধুরী বলেন- এটি আমাদের প্রথম আয়োজন ছিল এখন থেকে প্রতি বছর এই অনুষ্ঠান আরও বড় পরিসরে করার ইচ্ছা আছে। সবার দোয়া করেবন যাতে আগামীতে আরও ভালো অনুষ্ঠান উপহার দিতে পারি। মডেল প্রিয়াংকা জামান স্বদেশ নিউজকে বলেন- ফ্রেন্ড ভিউ স্টার এ্যাওয়ার্ড ও ফ্যাশন নাইট এই বছর যাত্রা শুরু করেছে। আগামীতে আরও বনাঢ্য ও তারকাবহুল অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হবো। সবার কাছে সহযোগিতা চাই। অনুষ্ঠানে ফ্যাশন হাউজ পার্টনার ছিল কিউট এন ক্লাসি । আর মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশের জনপ্রিয় রেডিও স্টেশন রেডিও স্টেশন রেডিও স্বদেশ.নেট ও স্বদেশ.টিভি। অনুষ্ঠানে স্বদেশ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আরজে সাইমুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তিনি আগত তারকাদের সাক্ষাতকার নেন। যা স্বদেশ.টিভির ইউটিউব চ্যানেল এ ও নিচে লিংক দেওয়া হলো।