Friday, April 26

হিলিতে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমেছে

 

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে দাম অর্ধেকে এসে নেমেছে। প্রতি কেজি কাঁচা মরিচ বন্দরের বিভিন্ন আড়তগুলোতে পাইকারি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। এর আগে কাঁচা মরিচ পাইকারি বিক্রি হয়েছিল ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে।

দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর হিলি বন্দর দিয়ে গত ৮ আগস্ট থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়।

ভারতের বিহার রাজ্য থেকে এসব কাঁচা মরিচ আমদানি করেন আমদানিকারকরা। ১০ দিনের আমদানিতেই কেজিতে কমেছে ১০০ থেকে ১২০ টাকা। 

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের বাজার ঊর্ধ্বগতির কারণে আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারি ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখান থেকে কাঁচা মরিচ দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন পাইকাররা।

আমদানিকারক বাবলুর রহমান বলেন, সরকারি শুল্ক কম হলে দাম আরো কমবে। আমদানি বেশি হলে দাম ততই কমতে থাকবে। এদিকে গত বৃহস্পতিবার সকালে হিলি বাজারের খুচরা কাঁচা মরিচ বিক্রেতা মনতাজ আলী জানান, প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, দেশের বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠানকে কাঁচা মরিচ আমদানির আইপি দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়। তারপর থেকেই হিলি বন্দরের আমদানিকারকরা কাঁচা মরিচ আমদানি অব্যাহত রেখেছেন।

সূত্রঃ কালের কন্ঠ

Leave a Reply