Monday, September 9

পর্দার আড়ালে শাহরুখের যে চেহারা দেখে অবাক হবেন আপনিও !

মাথার চুল উঠে যাচ্ছে, শরীরের চামড়ায় পড়ে গেছে ভাঁজ; বলিউড বাদশাহ শাহরুখ খানের এমন একটি ছবিই ক’দিন ধরে হোয়াটস অ্যাপে ভাইরাল হচ্ছে।কিন্তু যারা তার খাঁটি ভক্ত তারা বিষয়টিকে পাত্তাই নাকি দেয়নি।

শাহরুখ খানের যে ছবিটি পৃথিবীব্যাপী হোয়াটস অ্যাপে ভাইরাল হচ্ছে, তাহলে সেটি কি সত্যি সত্যিই পর্দার আড়ালের প্রকৃত শাহরুখের চেহারা! এমনটা নিয়েও ভক্ত-অনুরাগিদের মধ্যে সৃষ্টি হয়েছে ধুম্রজাল।

কেউ কেউ ছবিটিকে গুজব বলে উড়িয়ে দিলেও অনেকেই ছবিটিকে অবিশ্বাসও কতে পারছেন না। আর করবেনই বা কেনো, বলিউড বাদশাহর বয়সও তো আর কম হলো না। উনপঞ্চাশ পেড়িয়ে এখন তিনি পঞ্চাশে পৌঁছেছেন!

কিন্তু তার ভক্তকূলের জন্য স্বস্তির খবর হলো, যে বুড়িয়ে যাওয়া শাহরুখের যে ছবিটি ইন্টারনেটে ভাইরাল হচ্ছে, তা মোটেও তার প্রকৃত চেহেরা নয়।

এটি আসলে একটি বাণিজ্যিক বিজ্ঞাপনের চিত্র। যেখানে তিনি ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের ভূমিকায় কাজ করেছেন। এবং এটি ‘ডিশ টিভি’র বিজ্ঞাপনের দৃশ্য।ছবিটি বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের আগে মেকাপ নেয়ার সময়ে তোলা। যা পরবর্তিতে হোয়াটস অ্যাপে ভীষণ আলোচিত হয়।

Leave a Reply