Friday, April 19

জানলে আপনিও অবাক হবেন! অধিকাংশ সুন্দরী মেয়েরাই কালো ছেলেদের ভালবাসেন এই ৫ কারণে!

এক্সক্লুসিভ ডেস্ক: বাংলাদেশে বেশীরভাগ ক্ষেত্রে দেখা যায় সুন্দুরী মেয়েরা কালো ছেলেদের সাথে প্রেম করেন অথবা বিয়ে করেন।

১. ভালবাসা হয় দুটি মনের মিলনের ফলে এখানে বর্ণ কোন নির্ভরশীল বিষয় নয়।

২. সুন্দরী মেয়েরা যে কালো ছেলেদেরই পছন্দ করে এটার কোন যুক্তি বা ভিত্তি নেই। কারণ আমাদের বাংলাদেশের

প্রতিকূল আবহাওয়া কারণে এখানকার ৮০ ভাগ লোকই কালো বা শ্যাম বর্ণের।

৩. সুন্দুরী মেয়েরা বর্ণের চেয়ে প্রতিষ্ঠিত হতে পারাটাকেই বেশী অগ্রাধিকার দিয়ে থাকে। তাই এখানে সেই মানুষটির যোগ্যতা প্রাধান্য দেয়া হয়েছে তার বর্ণকে নয়।

৪. বাস্তবিক ভাবে মেয়েদের মুখেই অনেক সময় এ রকম কথা শুনা যায়” তারা সুন্দর ছেলেদের কে বিলাতি বিড়াল বা সাদা বলদ বলে আখ্যায়িত করে আর বলে সুন্দর ছেলেরা নাকি অধিকাংশই বোকা টাইপের হয়ে থাকে”।

৫. এছাড়াও আরো কিছু লজিক ভাবা হয় আজকাল শুনি, যেমন :- কালো একটা ছেলেকে যদি একটা সুন্দরী মেয়ে ভালবাসে তবে সেই ছেলেটা নাকি মেয়েটাকে মাথায় করে রাখে।

Leave a Reply