Sunday, July 21

দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগেই খারাপ খবর, এই কারণে ছিটকে যেতে পারে ভারত !

জমে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ার পরে ভারতের ক্রিকেটভক্তরা এই মুহূর্তে আশঙ্কিত। যা অবস্থা, টুর্নামেন্ট থেকে ছিটকেও যেতে পারেন বিরাট কোহলিরা। বি-গ্রুপের শেষ দুটি ম্যাচ এখন অলিখিত কোয়ার্টার ফাইনালে পর্যবসিত হয়েছে। ১১ জুন ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ যে জিতবে, সেই পৌঁছে যাবে শেষ চারে। যে দল হারবে, তারা গ্রুপ

পর্ব থেকে বিদায় নেবে।

১২ জুন পাকিস্তানের সামনে শ্রীলঙ্কা। এই ম্যাচের জয়ী দল যাবে শেষ চারে। চারটি দলই দু’টি করে ম্যাচ খেলেছে। প্রতিটি দলই একটি করে ম্যাচ জিতেছে। একটি করে ম্যাচ হেরেছে। সবারই পয়েন্ট ২। রান রেটের হেরফেরে কেউ এগিয়ে, কেউ পিছিয়ে।
চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম অনুযায়ী, পয়েন্ট সমান হলে আগে রান রেট দেখা হবে না। দেখা হবে কোন দল বেশি জয় পেয়েছে। সেখানেও সমান হলে তখন দেখা হবে রান রেট।

এরপরে দেখা হবে মুখোমুখি লড়াইয়ে জিতেছে কে। শেষ দু’টি ম্যাচে প্রভাব বিস্তার করতে পারে বৃষ্টি। দু’টি ম্যাচই যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, অথবা একটি ম্যাচ বরুণদেবতার কল্যাণে না হয়, তাহলে সবচেয়ে বেশি জয়, রান রেট, মুখোমুখি লড়াইয়ের ফল—এই সমীকরণগুলো চলে আসতে পারে।-এবেলা

Leave a Reply