Thursday, April 25

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ভৈরব থানার এক পুলিশ কনস্টবল সদস্য নিহত।

আশরাফুল আলম || ভৈরব-কুলিয়ারচর প্রতিনিধি ||
কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। ওই পুলিশ কনস্টেবলের নাম আরিফুর রহমান (২৫) কং নং-৫৬০। নিজ বাড়ী ময়নসিংহ জেলার খাকডয়ে গ্রামের ফজলুল জক করিম এর পুত্র সে। এ সময় গুরুতর আহত হয়েছেন এনা পরিবহন এর সুপারভাইজার মোঃ ডালিম (২৩) কিশোরগঞ্জ জেলার ব্রাম্মনগাও গ্রামের বাজিতপুর উপজেলার নামে এক পথচারী। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। ঘটনাটি নিশ্চিত করে ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান জানান, অপরাধীদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ। পুলিশ জানায়, আজ রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের মেঘনা নদীর উপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর নীচে দিয়ে যাওয়ার সময় ডালিম নামে এক পথচারীকে আটক করে ছিনতাইকারীরা। এ সময় ওই পথচারীকে দেশীয় অস্ত্রের আঘাত করলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় ঘটনাস্থলের অদূরে রেল সেতু পাহারায় থাকা পুলিশ ব্যারাকের সদস্য আরিফুর রহমান সিভিল পোষাকে ছুটে আসলে ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
উক্ত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, ওসি (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ,এসআই রাসেল মিয়া এবং এসআই জুবায়ের সহ বিভিন্ন আইন শৃংঙ্খলাবাহিনীর সদস্যরা। সম্প্রতি এক ইভটেজারের হাত থেকে এক বোনকে বাচাঁতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জীবন দিতে হয়েছে নরসিংদীর রমাজানকে এছাড়া ভৈরব উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি এডভোকেট পলাশ কেও প্রাণ হারাতে হয়েছিলো ঐসব ছিনতাইকারী ছুরিকাঘাতে। উক্ত পুলিশ কনস্টেবল আরিফ হত্যার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির আহ্বান জানান ভৈরবের সচেতন নাগরিকবৃন্দ আরো বলেন, ভৈরবের প্রধান বিনোদন পর্যটন কেন্দ্রে যেন হার কোন মায়ের কুল না খালি হতে হয় সে জন্য আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যদের আরো জোর তৎপর হওয়ার জন্য অনুরোধ করেন। সংরক্ষতি এরিয়ায় ২৪ ঘন্টা পর্যাপ্ত পুলিশ,র‌্যাব এবং কমিনিউটি পুলিশিং বিশেষ ক্যাম্প করার আহ্বান জানান এবং ভালো মানসম্পন্ন সিসিটিভি ক্যামেড়ায় বাড়ানো জন্য অনুরোধ করেন।

Leave a Reply