Thursday, April 18

আন্দোলনের নামে সন্ত্রাস প্রতিহত করতে হবে : আমু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বিএনপি আন্দোলনের নামে আবার সন্ত্রাস সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। সাংগঠনিক শক্তি দিয়ে একে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে।’
আজ বুধবার বিকেলে চট্টগ্রামের জিইসি মিলনায়তনে রাজনীতিবিদ এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মরণে আয়োজিত সভায় এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ওই সভার আয়োজন করে।
আমির হোসেন আমু বলেন,‘আজকে যারা দুর্নীতিকে জাতীয়করণ করতে চায়, যারা দুর্নীতিকে জাতীয়করণ করেছে,তাদের ক্ষমতার আমলে পাঁচ বৎসর আন্তর্জাতিকভাবে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। আজকে তারা আন্দোলনের নামে আবার সন্ত্রাস সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। সাংগঠনিক শক্তি দিয়ে এটাকে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে।’
এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রামের একক নেতা উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘তাঁর ভালোবাসার কারণেই তিনি জনপ্রিয় নেতা হতে পেরেছেন।’
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল, সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

Leave a Reply