
ভিডীওতি দেখতে হলে পোস্টের নিছে চলে যান
এই ভিডিওটি অনলাইন ইউটিউভ থেকে নেওয়া হয়েছে।
এই ভিডিও নিয়ে কারো আপত্তি থাকলে এর দায়ভার ইউটিউব চ্যানেল নিবে।
বি: দ্র : ই্উটিউব থেকে প্রকাশিত সকল ভিডিওর দায় সম্পুর্ন ই্উটিউব চ্যানেল এর ।এর সাথে আমরা কোন ভাবে সংশ্লিষ্ট নয় এবং আমাদের পেইজ কোন প্রকার দায় নিবেনা।ভিডিওটির উপর কারও আপত্তি থাকলে তা অপসারন করা হবে। প্রতিদিন ঘটে যাওয়া নানা রকম ঘটনা আপনাদের মাঝে তুলে ধরা এবং সামাজিক সচেতনতা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ।
পাহাড়ে অবৈধ অস্ত্রের রাজনীতি আর চলবে না বলে জানিয়েছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার।
শনিবার সকালে রাঙামাটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে রবিবারের মহা-সমাবেশের কর্মসূচি ঘোষণা করতে গিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
দীপংকর তালুকদার বলেন, রাজনীতি করার অধিকার সবার আছে। কিন্তু অবৈধ অস্ত্র দিয়ে রাজনীতির অধিকার কারো নেয়। অস্ত্র দিয়ে মানুষ জিম্মি করা যাবে না। পাহাড়ের মানুষ এখন আর অবৈধ অস্ত্রকে ভয় পায় না।
তিনি আরও বলেন, সন্ত্রাসীদের কাছে যতদিন অস্ত্র থাকবে, ততদিন পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা হবে না। তাই পার্বত্যাঞ্চল থেকে সন্ত্রাসী, চাঁদাবাজী, গুম, খুন হত্যা, নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।
পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোড়ালো করতে সরকারের কাছে আহ্বান জানান দীপংকর তালুকদার।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক সন্তুষ কুমার চাকমা, দপ্তর সম্পাদক রফিকুল তালুকদার, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংশু ছাইন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।