
ভিডীওতি দেখতে হলে পোস্টের নিছে চলে যান
এই ভিডিওটি অনলাইন ইউটিউভ থেকে নেওয়া হয়েছে।
এই ভিডিও নিয়ে কারো আপত্তি থাকলে এর দায়ভার ইউটিউব চ্যানেল নিবে।
শ্রীদেবীর মৃত্যুর নেপথ্যে ভয়ঙ্কর ঘটনা
তখন রাত ১০টা- সাড়ে ১০টা হবে। বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন তিনি। দুবাইয়ের রশিদ হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয়, আর কিছু করার নেই। লাখো ভক্তের ‘হার্টথ্রব’ বলিউড গ্ল্যামারকুইন শ্রীদেবী ততক্ষণে ঢলে পড়েছেন মৃত্যুর কোলে। বছর কয়েক
আগে ভারতের তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষও কাউকে সময় দেননি চিকিৎসা করানোর।বাঙালির মনে সব সময়ের জন্য জায়গা করে নেয়া উত্তমকুমার থেকে শুরু করে ডাকসাইটে অভিনেতা সঞ্জীবকুমার— এভাবে হঠাৎ
চলে যাওয়া অতি বিখ্যাতদের সংখ্যা কম নয়। শ্রীদেবীর দেওর সঞ্জয় কাপুর সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট’-এ মারা গেছেন অভিনেত্রী।
এই ‘সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট’ এবং তারপর ‘সাডেন কার্ডিয়াক ডেথ’ বা ‘এসসিডি’— শব্দটি শুনতে ছোট্ট লাগলেও, অজস্র সেলিব্রিটি ও অসামান্য বহু সম্ভাবনাকে কয়েক সেকেন্ডে ঝরিয়ে দিতে এর জুড়ি মেলা ভার।