Friday, December 13

বয়স নয় গুনেই তাঁর পরিচয় দেখুন (ভিডিও)

ভিডীওতি দেখতে হলে পোস্টের নিছে চলে যান

এই ভিডিওটি অনলাইন ইউটিউভ থেকে নেওয়া হয়েছে।
এই ভিডিও নিয়ে কারো আপত্তি থাকলে এর দায়ভার ইউটিউব চ্যানেল নিবে।
অন্যরা যা পড়ছেন…
পুরুষদের ক্ষেত্রে সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতা কমে ‌যেতে পারে এই কারনে
। অতিরিক্ত ঠান্ডা পানীয় পান করলে তা বিভিন্ন ভাবেই শরীরের ক্ষতি করে। ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, মহিলাদের ক্ষেত্রে সময়ের নির্দিষ্ট বয়সের আগেই পিরিয়েড শুরু হওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যার জন্ম দেয়। কিন্তু এবার জানা গেল আরও মারাত্মক ক্ষতির কথা।
বোস্টন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন-এর গবেষকরা বলছেন, অতিরিক্ত ঠান্ডা পানীয় পান করলে তা মহিলাদের গর্ভধারণ ক্ষমতাও কমিয়ে দিতে পারে অনেকটাই। পুরুষদের ক্ষেত্রে সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতা কমে ‌যেতে পারে।
আরও পড়ুন-প্রেমিকের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে ছেলেকে খুন মায়ের, উত্তপ্ত দেগঙ্গা
গবেষক দলের প্রধান, এলিজাবেথ হাচ জানিয়েছেন, ‘সন্তান ধারণের ক্ষমতার সঙ্গে ঠান্ডা পানীয়র সম্পর্ক রয়েছে। ‌যাঁরা সন্তান নেওয়ার পরিকল্পনা করেছেন তাঁদের ঠান্ডা পানীয় পান করা কমাতে হবে।’ প্রসঙ্গত, সমীক্ষাটি করা হয়েছিল ৪ হাজার মহিলা ও ১ হাজার পুরুষের মধ্যে। দেখা ‌যাচ্ছে ‌যাঁরা নিয়মিত ঠান্ডা পানীয় পান করেন না সেইসব মহিলাদের গর্ভধারণ করার ক্ষমতা ‌যাঁরা নিয়মিত পান করেন তাঁদের থেকে ২৫ শতাংশ বেশি। অন্যদিকে, ‌যেসব পুরুষ নিয়মিত ঠান্ডা পানীয় পান করেন তাঁদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমে ‌যায় ৩৩ শতাংশ

Leave a Reply