
ছেলেরা সাবধান
সময় যত এগোচ্ছে, তত বাড়ছে মানুষের ইঁদুর দৌঁড় l কখনও অফিস, কখনও বাড়ি, মায়ের ওষুধ, বাবার পেনশন, ছেলেমেয়ের পড়াশোনা, সব কিছু নিয়েই নাজেহাল মানুষ l এসবের মধ্যে কাছের মানুষটির সঙ্গে অন্তরঙ্গতা সময় হয় না অনেকেরই l আর তাই, ইঁদুর দৌঁড়ের মাঝেই সঙ্গী বা সঙ্গিনীকে একটু সময় তো দিতেই হবে l না হলে সম্পর্ক টিকবে কীভাবে ?
অনেকে রাতবিরেতে সঙ্গী বা সঙ্গিনীর কাছে যান ঠিকই, কিন্তু, সেটা যেন মেশিনের মত l পুরুষদের ক্ষেত্রে যেন আরও বেশি করে ‘প্রকট’ হয়ে উঠছে l কেন ? আরে, অনেকেই তো, নিয়মিত কাজের মতই অন্তরঙ্গতার পর পরই পাশ ফিরে ঘুমিয়ে পরেন l কেউ বা আবার সুখটান দিয়ে বিছানায় টানটান l শুরু হয়ে যায় নাসিকা গর্জনও l কিন্তু, জানেন কি, সেক্সের পর পরই পাশ ফিরে শুয়ে পরা, নাক ডেকে ঘুমোনো, আপনার সঙ্গিনী একেবারেই পছন্দ করেন না l সারাদিন পর, তিনিও আপনার জন্যই অপেক্ষা করে থাকেন l যদি এসব করে থাকেন, তাহলে আজ থেকেই সাবধান হয়ে যান
অন্তরঙ্গতার পর কী কী করবেন না.
১> ঘনিষ্ঠতার পর সঙ্গে সঙ্গে পাশ ফিরে ঘুমিয়ে পড়বেন না l ‘তু মেরি, ম্যায় তেরি টাইপ’ একটু কথাই না হয় বলবেন দু’জন দু’জনের সঙ্গে l২> সেক্সের পর সঙ্গে সঙ্গে ‘ওয়াশরুমে’ চলে যাবেন না l যান একটু পরে l না হলে, সেই আমেজটাই তো পুরো নষ্ট l
৩> সেক্সের আগে, পরে সঙ্গীর কাছ থেকে একটু আদর তো আশাই করেন মহিলারা l তাই এমন কোনও কথা বলবেন না, যাতে চার্ম নষ্ট হয়ে যায় l
৪> সেক্সের পর সঙ্গে সঙ্গে ফোন ঘটবেন না l সোশ্যাল সাইটগুলি না হয় পরেই করবেন l অফিসের কোনও কাজ করবেন না l অফিসের কথা নিয়ে আলোচনাও করবেন না ওই সময় l
৫> সেক্সের পর বন্ধুকে ফোন করবেন না l বা ফোন আসলেও সেটা রিসিভ করবেন না l এতে কিন্তু মহিলারা বেজায় চোটে যান l মুখে কিছু না বলেও, দীর্ঘদিন ধরে এটা চললে, ফল কিন্তু ভুগতেই হবে আপনাকে l
৬ > অন্তরঙ্গতার পর চট করে ঘরের আলো জ্বালিয়ে দেবেন না l মেয়েরা কিন্তু অন্ধকারকেই ওই সময় বেশি পছন্দ করেন l
