Saturday, April 13

এবার স্কুলের ক্লাস রুমের মধ্যে বন্ধুদের সামনে প্রেমিক-প্রেমিকার নোংরামি! (ভিডিওসহ)

ভিডীওতি দেখতে হলে পোস্টের নিছে চলে যান

এই ভিডিওটি অনলাইন ইউটিউভ থেকে নেওয়া হয়েছে।
এই ভিডিও নিয়ে কারো আপত্তি থাকলে এর দায়ভার ইউটিউব চ্যানেল নিবে
পিল খেলে কী হয়?
কামবর্ধক নানা ট্যাবলেট আর তেলের বিজ্ঞাপন অনেকে দেখেছেন সংবাদপত্র আর টেলিভিশনে। কৌতূহলী হয়ে হয়তো ভেবেছেন, কী হয় এসব ওষুধ খেলে? কিন্তু এইসব ওষুধ সেবনের পরিণতি কতখানি মর্মান্তিক হতে পারে তা আপনি জানতে পারবেন এই তরুণীর কাহিনি পড়লে।
ঘটনাস্থল ইংল্যাণ্ডের ম্যানচেস্টার। রাত্রে ‘ডোন্ট লেট ড্যাডি নো’ নামের একটি ক্লাবে একটি সপ্তাহান্তিক পার্টির আয়োজন করেছিলেন একদল তরুণ-তরুণী। সেই পার্টিতেই ‘মাস্টার কার্ড’ নামের একটি কামবর্ধক পিল খান এক তরুণী। পরদিন ভোরবেলা অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ঘন্টাখানেকের মধ্যেই মৃত্যু হয় তাঁর।
তদন্তকারী অফিসারদের তরফে তরুণীর পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তাঁরা মনে করছেন, ওই সেক্স-পিল সেবনের ফলেই মৃত্যু হয়েছে তাঁর। ডাক্তাররা বলছেন, এই ধরনের ওষুধ শরীরের রক্তচাপ এতখানি বাড়িয়ে দেয় যে তার ফলে হার্ট অ্যাটাক এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে। ওই পার্টিতে আরও যাঁরা ওই পিল খেয়েছিলেন তাঁদেরও শারীরিক অবস্থার ওপরেও নজর রাখা হয়েছে।
কামবর্ধক নানা ট্যাবলেট আর তেলের বিজ্ঞাপন অনেকে দেখেছেন সংবাদপত্র আর টেলিভিশনে। কৌতূহলী হয়ে হয়তো ভেবেছেন, কী হয় এসব ওষুধ খেলে? কিন্তু এইসব ওষুধ সেবনের পরিণতি কতখানি মর্মান্তিক হতে পারে তা আপনি জানতে পারবেন এই তরুণীর কাহিনি পড়লে।
ঘটনাস্থল ইংল্যাণ্ডের ম্যানচেস্টার। রাত্রে ‘ডোন্ট লেট ড্যাডি নো’ নামের একটি ক্লাবে একটি সপ্তাহান্তিক পার্টির আয়োজন করেছিলেন একদল তরুণ-তরুণী। সেই পার্টিতেই ‘মাস্টার কার্ড’ নামের একটি কামবর্ধক পিল খান এক তরুণী। পরদিন ভোরবেলা অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ঘন্টাখানেকের মধ্যেই মৃত্যু হয় তাঁর।
তদন্তকারী অফিসারদের তরফে তরুণীর পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তাঁরা মনে করছেন, ওই সেক্স-পিল সেবনের ফলেই মৃত্যু হয়েছে তাঁর। ডাক্তাররা বলছেন, এই ধরনের ওষুধ শরীরের রক্তচাপ এতখানি বাড়িয়ে দেয় যে তার ফলে হার্ট অ্যাটাক এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে। ওই পার্টিতে আরও যাঁরা ওই পিল খেয়েছিলেন তাঁদেরও শারীরিক অবস্থার ওপরেও নজর রাখা হয়েছে।

Leave a Reply