Wednesday, March 27

আসিফা নয় ধর্ষিত হয়েছে দেশের বিবেক

দেশের বিবেক – মাত্র ৮ বছর বয়সেই ধর্ষিত হয়েছেন আসিফা। তাকে গণধর্ষণ করে খুন করেছেন ধর্ষকরা। আর এই জঘন্য ঘটনায় নিজের টুইটারে দুঃখ প্রকাশ করে তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর লিখিছেন।

‘এ ধর্ষণ আসলে ভারতের আত্মারই। কবে আর সিস্টেম মাথা তুলে দাঁড়িয়ে প্রমাণ করবে যে তারও সাহস আছে? এটাই সেই সময়, যখন সিস্টেমও ঘুরে দাঁড়িতে পারে। যারা আসিফার আইনজীবীকে হুমকি দিচ্ছে, তাদেরও একহাত নিয়েছেন গৌতম। জানিয়েছেন এর থেকে লজ্জার আর কিছু হয় না।’

গত ১০ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের কাঠুয়া গ্রাম থেকে আসিফাকে অপহরণ করে একদল দুষ্কৃতীরা। ওই দুষ্কৃতীদের মধ্যে ছিল স্থানীয় পুলিশকর্মীরাও। ছিল দুই নাবালকও। দিনের পর দিন তাকে ধর্ষণ করে শেষে খুন করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই শিশুর ধর্ষণেল খবর চাউর হতেই একের পর এক মন্তব্য করেন ভারতের সেলিব্রেটিরা। অক্ষয় কুমার বলছেন, আরও একবার সমাজ হিসেবে, সমষ্টি হিসেবে, সভ্য মানুষ হিসেবে আমরা ব্যর্থ হলাম।

আনুশকা শর্মারও প্রশ্ন, কোন পৃথিবীতে আমরা বাস করছি? রাজকুমার রাওয়ের প্রশ্ন, সুস্থ চেতনায় কোনও ব্যক্তি এই কাজকে সমর্থন করে কী করে?

সোনম কাপুরের বিস্ময়, এই দেশেই এই ঘটনা ঘটেছে বলে।

Leave a Reply