Wednesday, December 25

মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত

50207_qqqআখেরি মোনাজাতে মুসলিম উম্মাহ’র শান্তি ও হেদায়েত কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সকাল ১১টা ১০ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। ১১টা ৪৫ মিনিটে মোনাজাত শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের দিল্লি মারকাজের শুরা সদস্য মাওলানা সাদ কান্ধলভী। এতে লাখো মুসল্লির গগণ বিদারি কান্নায় প্রকম্পিত হয়ে ওঠে তুরাগ তীর। গুনাহ মাফ ও আত্মশুদ্ধির আশায় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে কান্নার রোল পড়ে তুরাগ তীরে। অশ্রুসিক্ত নয়নে আল্লাহর নিকট আত্মসমর্পণে ব্যাকুল হন তারা।
গত ২০ জানুয়ারি রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হওয়া দ্বিতীয় পর্বের তিনদিনব্যাপী ইজতেমার আজ ছিল শেষ দিন। দেশে ৩২ জেলার মুসল্লীরা এতে অংশ নেন। টঙ্গির তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্বের মুসলামানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা।

Leave a Reply