লকডাউনে গোপনে বিয়ে, খরচের টাকা দিয়ে অসহায়দের পাশে ইউটিউবার মাহসান স্বপ্ন
বিনোদন ডেস্ক, স্বদেশকন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুর: সারা বিশ্ব আজ থমকে গেছে মহামারি করোনার ভয়ংকর থাবায়, বিশ্ব আজ স্থবির, লকডাউন!
৮ মার্চ থেকে বাংলাদেশেও ভাইরাসটির প্রাদুর্ভাব লক্ষ করা যায়। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সরকার ৫মে পযন্ত ছুটি ঘোষণা করেছে। একইসাথে সকল গণপরিবহন ও সরকারী অফিস বন্ধ ঘোষণা করেছে। মধ্যবিত্ত মানুষেরা কোন রকমে এ দুযোর্গ মোকাবেলা করতে পারলেও বিপদে পরেছেন নিম্ন আয়ের মানুষেরা। বিশেষ করে যারা রিক্সা, ভ্যান চালাক ও দিন মজুরদের আয় একদম শূন্যে নেমে এসেছে। করোনার প্রভাব পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। ইতোমধ্যে বন্ধ করা হয়েছে সব ধরণের শুটিং। পাশাপাশি তারকারাও করোনা নিয়ে নানান ধরনের সচেতনা মূলক পোষ্ট দিচ্ছেন তাদের ফেসবুকে। পরামর্শ দিচ্ছেন বাসায় থাকতে ও নিয়ম মেনে চলতে। অনেক শোবিজ তারকারাই নিজেদের জায়গা থেকে সাধারণ জনগণকে সচেতন করছেন।
আর এই লকডাউনে গ...







