আত্মপ্রকাশ করতে যাচ্ছে এমদাদ সুমনের ‘সিডি চয়েস মিউজিক’
বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: আগামী মার্চের শুরুতে ‘সিডি চয়েস মিউজিক’ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হতে যাচ্ছে। ‘সিডি চয়েস মিউজিক’ নামে এই প্রতিষ্ঠানটি নিয়ে আসছেন সংগীতপ্রেমী মানুষ এমদাদ সুমন। যার হাত ধরে সঙ্গীতাজ্ঞনের অনেকেই আজ প্রতিষ্ঠিত হয়েছেন। মিউজিক ইন্ড্রাসট্রিতে শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠানের সেতু বন্ধন হিসেবে ডিজিটাল মিউজিকের অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য নিয়ে সঙ্গীতভুবনে পদার্পন করতে যাচ্ছে নতুন একটি মিউজিক প্রযোজনা প্রতিষ্ঠান।
নতুন এই প্রযোজনা প্রতিষ্ঠানটি সম্পর্কে এমদাদ সুমন বলেন, আমি সংগীতের মানুষ, সংগীতকে ভালোবাসি বলেই সঙ্গীতাজ্ঞনে পা দিয়েছি। মাঝখানে খানিক বিরতির পর আবারো সঙ্গীতাজ্ঞনে নতুন ভাবে হাজির হচ্ছি কিছু নতুন পরিকল্পনা নিয়ে। যেখানে নবীন-প্রবীন সবাই ভালোবাসা ও আন্তরিকতার সাথে কাজ করার সুযোগ পাবে। শিল্পীরা যাতে তাদের ন্যায্য পাওনাটুকু ব...