আগামী ২ ফেব্রুয়ারী বিশ্ব আশেকে রাসূল (স.) সম্মেলন
মামুনুর রশীদ রাজ, স্বদেশ কন্ঠ ডটকমঃ আগামী ২ ফেব্রুয়ারী বাদ ফজর হতে বাদ জুমা পর্যন্ত রাজধানীর মতিঝিলের আরামবাগ বাবে রহমত দেওয়ানবাগ দরবার শরীফে অনুষ্ঠিত হবে বিশ্ব আশেকে রাসূল (স.) সম্মেলন ।
পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দেদীয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরি (রহ.) এর শুভ জন্ম বার্ষিকী স্মরণে মহান সংস্কারক সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (মা.জি.) হজুর কেবলার আহবানে প্রতিবছরের মত এবারের বিশ্ব মুসলিমের অন্যতম মহাসমাবেশে পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধিসহ দেশের সমস্ত জেলা হতে লাখ লাখ আশেকে রসূল ও ধর্মপ্রাণ মুক্তিকামী মানুষ যোগদান করবেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত, সুইডেন, জাপান, সাইপ্রাস, ইটালি ওমান, প্রায় ৩০টি দেশের শতাধিক বিদেশী মেহমান অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন দেওয়ানবাগ শরীফ করতিপক্ষ। বিশ্ব আশেকে রাসূল সম্মেলনের গুর...