ভৈরবে বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুল আলমসহ কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা।
আশরাফুল আলম,কিশোরগঞ্জ প্রতিনিধি ॥
কিশোরগঞ্জ জেলার বিএনপি সভাপতি
কেন্দ্রীয় সাংগঠনিক নেতা ভৈরব-কুলিয়ারচর বিএনপির প্রার্থী শরীফুল আলমকে প্রধান আসামি করে আড়াইশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সোমবার দুপুরে ভৈরব থানার পুলিশ এস.আই মোখলেছুর রহমান রাসেল বাদী হয়ে এ মামলাটি করেন।
মামলার এজাহারে শরীফুল আলমসহ স্থানীয় বিএনপির ১৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয় ২০০-২৫০ জনকে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সোমবার বেগম খালেদা জিয়ার, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে ভৈরব উপজেলা বিএনপি নেতাকর্মীরা রবিবার সন্ধ্যায় দলীয় অফিসে বৈঠক করে। ওই বৈঠকে বেগম জিয়ার মুক্তি দাবিসহ ভৈরবে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা প্রস্ততি নিচ্ছিল। এ খবর পেয়ে পুলিশ ওই অফিসে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়।
ভৈরবের বি...