কিশোরগঞ্জের-৬ আসনে ধানের শীষ মার্কা পেলেন যারা।
আশরাফুল আলম,কিশোরগঞ্জ প্রতিনিধি ||জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনে মনোনীত প্রার্থীদের ধানের শীষের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি।২৭ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন ছাড়া বাকি পাঁচটি আসনের মনোনয়নপ্রাপ্ত নেতাদের হাতে চিঠি হস্তান্তর করা হয়।
২৬ নভেম্বর বিকাল সাড়ে ৩টার পর আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা শুরু করে দলটি।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মনোনয়ন পাওয়া জেলা বিএনপি সভাপতি ও সহ-সাংগঠনিক সম্পাদক মো:শরীফুল আলমের হাতে ২৬ নভেম্বর রাতে মনোনয়নের চিঠি হস্তান্তর করা হয়।
বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের চারটি আসনে একাধিক প্রার্থীকে ধানের শীষের প্রাথমিক মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি।
কিশোরগঞ্জ-...