এক সময়কার চলচ্চিত্রের নায়ক, শেখ মামুন এখন ঢাকা ১৪ আসনের এমপি পদপ্রার্থী
বিনোদন ডেস্ক ঃ বাংলা চলচ্চিত্রের এক পরিচিত নাম শেখ মামুন, তিনি এযাবৎকালে ৩৫ টি সিনেমায় নায়ক চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে খুনি শিকদার, খাঁচার পাখি,এক মন এক প্রাণ, খুনি বউ,সেভেন মার্ডার, স্পট ডেড,ডাকু ফুলন,বিজলী আমার বোন, পাপী, লীলা খেলা, ভাবীর আদর,সন্ত্রাস দমন,তেজী মেয়ে,আজকের চাঁদাবাজ, ইত্যাদি, পাশাপাশি করেছেন রাজনীতি। ১৯৭৮ সালের ১০ই ডিসেম্বর মিরপুর উত্তর বিশিলে, এক সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্ম গ্রহণ করেন,তার বাবা মরহুম হাজী মোঃ শেখ সিরাজুল হক,মা হাজেরা খাতুন। শেখ মামুন বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে, স্কুল জীবন থেকেই আওয়ামিলীগের এক জন কর্মী হয়ে দলের জন্য কাজ করেছেন। মুক্তিযুদ্ধা পরিবারের সন্তান মিডিয়া পাগল মানুষটি তৃনমুল রাজনীতি শুরু করে গুটিগুটি পা-পা করে, অনেক চড়াই উৎরাই পেরিয়ে শেখ রাসেল শিশু কিশোর সংগঠন,থেকে শুরু করে, ছাত্র লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, যুবলীগ, সহ অনে...