নাশকতার মামলায় বরগুনায় জেলা জামায়াতের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার – ২
এম আর অভি, বরগুনা প্রতিনিধি: নাশকতার মামলায় বরগুনায় জেলা জামায়াতের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার - ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানাগেছে বিক্ষোভ মিছিল ও সভা করার বিষয়ে সদর থানার ওসিকে অবহিত করে থানায় থেকে ফেরার পথে বরগুনা জেলা জামায়াতের ২ নেতা কে গ্রেফতার করে পুলিশ। ২৯ জুলাই শনিবার দুপুর ২টার দিকে শহরের মাছ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আফজালুর রহমান ও সহ সম্পাদক জহিরুল হক। তাদের ২ জনকে পূর্বের নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আফজালুর রহমান এর বাড়ি সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা ও শহরের কোরক গ্রামে সহ সম্পাদক জহিরুল হকের বাড়ি। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সহ ২ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।...