মাতৃত্বের দিকে ঝুঁকছেন নায়িকারা
বিশ্বের বিভিন্ন দেশের বিনোদন জগতের তারকারা অভিনয় এবং ব্যক্তি জীবনকে সমানভাবে সবার সামনে উন্মুক্ত রেখেই কাজ করেন। যার কারণে তাদের প্রতি সাধারণ মানুষের আগ্রহ থাকে বেশি। পার্শ^বর্তী দেশ ভারতের বিনোদন তারকারাও ভক্ত দর্শকদের জন্য ব্যক্তি জীবনের অনেক বিষয়ই প্রকাশ করেন নিয়মিত। সেদিক থেকে পিছিয়ে আছেন বাংলাদেশের তারকারা। প্রেম, বিয়ে কিংবা সন্তান জন্মদান-সবকিছুই গোপন রাখতে পছন্দ করেন তারা। অবশ্য নিজেরা এসব খবর গোপন রাখলেও কোনো না কোনোভাবে তা প্রকাশ্যে যখন আসে ঠিক তখনই মুখ খোলেন। আবার অনেক তারকা ব্যক্তিগত জীবনের তথ্য গোপন করতে গিয়ে বিড়ম্বনায়ও পড়েন। উদাহরণ হিসাবে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সন্তান জন্মদানের বিষয়টি উল্লেখ করা যায়।
তবে সম্প্রতি দেশের কিছু অভিনেত্রী প্রেম, বিয়ে কিংবা সন্তান জন্মদানের কথা আর গোপন রাখতে চাইছেন না। নিজেরাই এসব খবর প্রকাশ করছেন। বিশেষ করে মা হওয়ার বিষয়টি। মাতৃত্বের স্বাদ ...